লহুৱা বাজাবার এককভালে বাজানো

আজক আমাদের আলোচনার বিষয় লহুৱা বাজাবার এককভালে বাজানো। লহুৱা বা লহরা হল একটি তালের মধ্যে পুনরাবৃত্তি করা বোল-সুর। লেহরা বা লাহেরা হিন্দি/উর্দু শব্দ থেকে এসেছে, এর আক্ষরিক অর্থ ইংরেজিতে “একটি সমুদ্রের তরঙ্গ”। সমুদ্র-তরঙ্গ যেমন পর্যায়ক্রমিক এবং পুনরাবৃত্তিমূলক, একইভাবে তবলার লেহরা পুনরাবৃত্তিমূলক সুরকে বোঝায়।

লহুৱা বাজাবার এককভালে বাজানো

 

লহুৱা বাজাবার এককভালে বাজানো

 

(ক) উঠান, (গ) পেস্কার (৫) কায়দা (ছ) টুকরা (ঝ) পাল্লাদার গ‍ (খ) ঠেকা, (ঘ) চলন (চ) গ‍ (জ) রেলা (ঞ) বিভিন্ন চক্রদার ।
সারেঙ্গী, হারমোনিয়াম ও বেহালায় লহরার যে কোনো তালে গৎ-এর মুখ দেওয়া চলে। বেশীর ভাগ ত্রিতালায় তবলা লহরা বাজানো হয়। ত্রিতালায় চিমা লয়ে চন্দ্রকোষ রাগের গং লহরায় বাজানো হয় যিনি লহরায় গৎ-এর ‘মুখ’ দেবেন, তিনি শুধু “মুখ-ই” বাজিয়ে যাবেন।

কোনো “ভাগ” ইত্যাদি করবেন না। ক্রমশঃ গং-এর লয় তবলা শিল্পীর সঙ্কেত অনুযায়ী বাজিয়ে যাবেন। লহর। বাজানোর সময় সাধারণতঃ আজকাল ছোট মুখের তবলা ব্যবহৃত হয় এবং তবলা সি সার্পের সুরে বেঁধে নিতে হয় । সঙ্গীতশাস্ত্রে শিল্পীদের নানা রকম মুদ্রাদোষ এখানে তবলিরাদের কথাই বলছি। তাঁদের প্রথন থেকেই সতর্ক হওয়া দরকার। মুদ্রাদোষ যথা :-

(১) তবলা বাজাবার সময় ঘন ঘন শরীর দোলানো ।

(২) “সম” দেখাতে গিয়ে নাটকীয় ভঙ্গীতে হত ছোঁড়া এবং মুখভঙ্গী করা ।

(৩) তবলা বাজাতে বসে শ্রোতাদের দিকে চেয়ে অকারণ হাস্য করা এবং মাথা ঝাকুনি দিয়ে মাথার চুল পিছন দিকে আনবার চেষ্টা করা।

 

আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের গুগল নিউজ ফলো করুন

 

(৪) তবলা বাজানো কালে বিড় বিড় করে বোল-বাণী উচ্চারণ করা ।

(৫) ডান বা বাঁদিকে ঘাড় কাৎ ক’রে তবলা বাজানো ।

(৬) জিব বের ক’রে তবলা বাজানো ।

(৭) “সমের” স্থানে একটা বিশ্রী হুঙ্কার ক’রে “সম” নির্দেশ করা।

(৮) তালু ও জিবের সংযোগে মুখে “চিক চিক” করে শব্দ করা ।

(৯) পা দিয়ে আঘাত করে “সম” দেখানো ।

(১০) উর্ধ্ব নেত্রে তবলা বাজানো ।

(১১) ডন-কুস্তি করার ভঙ্গীতে বায়া র্যাদার মত থথা ।

(১২) “সমের” স্থানে তবলার হাত ( ডান বা বাঁ হাত ) প্রায় কপালের সমান তুলে তবলায় একটা বড় চাপড় মেরে অঙ্গুষ্ঠ প্রদর্শন করা।

 

লহুৱা বাজাবার এককভালে বাজানো

 

এই সব বিশ্রী এবং হাস্যকর মুদ্রাদোষগুলি যাতে প্রকাশ না পায়, তার দিকে সতর্ক দৃষ্টি রেখে তবলা শিল্পীদের তবলায় রেওয়াজ করা উচিত। সাধনার বস্তুকে এমনি ভাবে মুদ্রাদোষ ক্লিষ্ট করা কোনো তবলা শিল্পীর উচিত নয়।

আরও দেখুন :

Leave a Comment